3:58 pm , December 13, 2024
স্টাফ রিপোর্টার // বরিশাল নগরীর ঐতিহ্যবাহী নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি -৯৪ ব্যাচ’র পুনর্মিলনী অনুষ্ঠিত।
শুক্রবার ১৩ ডিসেম্বর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির উদ্যোগক্তা ও প্রধান সমন্বয়ক গাজী নজরুল ইসলাম।
বরিশাল নগরীর ঐতিহ্যবাহী নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি -৯৪ ব্যাচ’র পুনর্মিলনী ও প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাসুমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন মীর আশিক আহমেদ শাহিন, মেজবাহ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দিন ব্যাপী অনুষ্ঠান মালায় স্মৃতি চারণ, নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যে দিয়ে এবারের আয়োজনের পরিসমাপ্তি ঘটে।