3:58 pm , December 13, 2024
কলাপাড়া সংবাদদাতা ॥ শুধু ধান কাটাই নয়, শ্রমিক ছাড়াই অল্প সময়ের মধ্যে মাড়াই করে দিচ্ছে কম্বাইন্ড হারভেস্টর নামের এক আধুনিক মেশিন। শুধু তাই নয় এক সঙ্গে ধান ঝেড়ে পরিস্কার করে ক্ষেত থেকেই কৃষককে বাড়িতে পৌঁছে দেয়। সাগরপাড়ের পটুয়াখালীর কলাপাড়ায় এ মেশিনটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকের উৎপাদন খরচ এবং সময় বাঁচাতে সক্ষম এসব প্রযুক্তির ব্যবহারে কৃষিতে বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন কৃষিবিদরা।উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১২৪ টি কম্বাইন্ড হারভেস্টর মেশিন কৃষকদের দেয়া হয়েছে। এসব আধুনিক কম্বাইন্ড হারভেস্টারের সাহায্যে ঘন্টায় দেড় একর জমির ধান কাটা এবং একই সাথে মাড়াই কাজ সম্পন্ন করতে পারবে।নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে কৃষক মনজ শিকারি বলেন, এ বছর ২ একর ৪০ শতাংশ জমিতে আমন চাষ করেছে। মেশিন দিয়ে তার ক্ষেতের ধান কেটেছেন। এতে সময় লেগেছে মাত্র দুই ঘন্টা। একই গ্রামের কৃষক কালা নিপেন হালদার বলেন, এখন আর ধান কাটার শ্রমিক লাগেনা। তার ক্ষেতের ধান মেশিন দিয়ে কাটা, মাড়াই ও ঝাড়া হয়েছে। এতে শ্রমিক সংকট দূর হয়েছে। উপজেলার কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, ধান কাটা-মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের ব্যবহার বেড়েছে। এতে কৃষকের সময় ও খরচ অনেক কম লাগে।