রুপাতলী বাস মালিক সমিতি কার্যালয়ে চুরি রুপাতলী বাস মালিক সমিতি কার্যালয়ে চুরি - ajkerparibartan.com
রুপাতলী বাস মালিক সমিতি কার্যালয়ে চুরি

4:20 pm , December 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-পটুয়াখালী বাস-মিনি বাস মালিক সমিতি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের যেকোন সময় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তালা কেটে সমিতির কার্যালয়ে প্রবেশ করে  দুটি স্টিলের আলমিরা ভেঙে গুরুত্বপূর্ন ফাইল তছনছ করেছে। এছাড়া সভাপতি ও সাধারন সম্পাদকের টেবিলের ড্রয়ার ভেঙেছে চক্রটি। ধারনা করা হচ্ছে দুর্র্বৃত্তরা গুরুত্বপূর্ন কাগজপত্র সরিয়ে ফেলার জন্য এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস মালিক সমিতির সভাপতি মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বিগত ১৬ বছর  ফ্যাসিস্ট সরকারের লোকজন সমিতি পরিচালনা করেছে। এই পরিচালনার ক্ষেত্রে তাদের অনেক দুর্নীতি ছিলো। আমার ধারনা এই অনিয়ম দুর্নীতির প্রমান লোপাট করার জন্য তাদের লোকজন পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে।  যেহেতু চক্রটি দুটি আলমিরা ভেঙেছে হতে পারে অনেক ফাইল নিয়ে গেছে। তবে কি কি চুরি হয়েছে তা এখনই বলা সম্ভব না।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT