যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করে কমিটিতে তাদের স্থান হবে না যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করে কমিটিতে তাদের স্থান হবে না - ajkerparibartan.com
যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করে কমিটিতে তাদের স্থান হবে না

4:20 pm , December 12, 2024

ভাষানচরে বিএনপির সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার ৭নং ভাষানচর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এসহাকিয়া দাখিল মাদ্রসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাষানচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন দীপেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগসহ অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ। সভায় শুরুতে বক্তারা দলের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে কাজ করার জন্য সতর্ক করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT