মাদকের টাকা না পেয়ে ঘর পুড়িয়ে দিলো মাদকাসক্ত যুবক   মাদকের টাকা না পেয়ে ঘর পুড়িয়ে দিলো মাদকাসক্ত যুবক   - ajkerparibartan.com
মাদকের টাকা না পেয়ে ঘর পুড়িয়ে দিলো মাদকাসক্ত যুবক  

4:17 pm , December 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে মাদকের টাকা না পেয়ে ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে মাদকাসক্ত যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খড়কি গ্রামে।
মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক সজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন খড়কি গ্রামের বাসিন্দা প্রয়াত নারায়ন ঢালীর ছেলে বাদল ঢালীর ঘরে অগ্নিসংযোগ করেছে ছোট ভাই মাদকাসক্ত মিঠুন ঢালী। কেউ যেন আগুন নিভাতে আসতে না পারে সেজন্য দা নিয়ে দাঁড়িয়ে আছে। এ খবর পেয়ে তারা গিয়ে দেখতে পান সম্পূর্ন ঘরে আগুন জ¦লছে। পরে তারা রাত সাড়ে ৯টার দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুনে ঘরসহ সকল মালামাল পুড়ে গেছে।
পরিদর্শক আরো জানান, ঘটনার পর ঘরের কাউকে পাওয়া যায়নি। আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা প্রদীপ চন্দ্র ভক্ত জানান, মা ও ছেলে মিঠুন ঘরে থাকতো। মাদকাসক্ত মিঠুন টাকা না পেয়ে নিজে ঘরে আগুন দিয়েছে। দা নিয়ে মিঠুন সামনে দাঁড়িয়ে থাকায় কেউ আগুন নেভাতে যায়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মাদকাসক্ত ছেলে ঘরে আগুন দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তারা গিয়ে কাউকে পায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT