4:11 pm , December 11, 2024
প্রথমবারের মত উদ্যোগ নিলো বরিশাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক ॥ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারনের জন্য কমিটি গঠন করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বেসরকারী পর্যায়ের স্কুল কলেজের ক্ষেত্রে এই কমিটি প্রযোজ্য হবে। বরিশাল বিভাগের সকল জেলায় এই কমিটি করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। প্রত্যেক জেলার জেলা প্রশাসক এই কমিটির সভাপতি হিসাবে রয়েছেন। পাশাপাশি প্রত্যেক জেলায় শিক্ষকদের মধ্য থেকে ৪ জন করে প্রতিনিধি দেওয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড.লিয়াকত হোসেন বলেন, এই প্রথমবারের মত এ ধরনের কমিটি গঠন করেছে শিক্ষা বোর্ড। এই কমিটির কাজ হচ্ছে স্কুল,কলেজে গিয়ে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে বেতনসহ অন্যান্য ফি মোট কথা টিউশন ফি নির্ধারনের জন্য সুপারিশ করা। প্রত্যেক জেলা থেকে কমিটির পক্ষ থেকে সুপারিশ আসার পর পর্যালোচনা করে সহনীয় একটি টিউশন ফি নির্ধারন করা হবে। যা বরিশাল বোর্ডের অধীন সকল স্কুল,কলেজের জন্য প্রযোজ্য হবে। তিনি আরো বলেন, বোর্ড এ ধরনের সিদ্ধান্ত এই প্রথম গ্রহণ করেছে। আশা করছি ভালো একটি ফিডব্যাক আসবে।
বোর্ড কর্তৃক বরিশাল জেলার জন্য কমিটির মনোনীত সদস্যরা হলেন-মুলাদীর পূর্ব হোসনাবাদ কলেজের অধ্যক্ষ,মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ, বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পটুয়াখালী জেলার জন্য মনোনীত সদস্যরা হলেন হাজী মোক্তার আলী মৃধা কলেজের অধ্যক্ষ, পটুয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নতুন পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,
বরগুনা জেলার জন্য মনোনীত সদস্যরা হলেন-সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ,বরগুনা নিউ মডেল কলেজের অধ্যক্ষ,তাসলিমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নাসিমা মজিবর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ভোলা জেলার জন্য মনোনীত সদস্যরা হলেন-নাজিউর রহমান কলেজ ও ভাষা শহীদ স্মুুতি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ,উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব চর উমেদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পিরোজপুর জেলার জন্য মনোনীত সদস্যরা হলেন-তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ,টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আকুল বালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঝালকাঠি জেলার জন্য মনোনীত সদস্যরা হলেন-লাল মোহন হামিদ মহিলা কলেজ ও বেগম ফিরোজা কাদের মোল্লা কলেজের অধ্যক্ষ,ঝালকাঠি পৌরসভা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পশ্চিম গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।