4:07 pm , December 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আছমত আলী খান ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন এইচএম জসিম উদ্দীন। গতকাল বুধবার তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন।
গত ১০ ডিসেম্বর তাকে প্রধান শিক্ষক পদে বহাল রাখার চিঠি দেয় বরিশাল শিক্ষা বোর্ড। ওই চিঠির অনুলিপি বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক এইচএম জসিম উদ্দীনকে চলমান মামলা সমূহ ভিন্নতর আদেশ এলে তা বাস্তবায়নের শর্তে স্বপদে বহাল করা হলো’।
যোগদান করে প্রধান শিক্ষক জসিম উদ্দীন বলেন, গত ৪ বছর ধরে বিদ্যালয়ের বাইরে ছিলাম। গত ৫ আগষ্ট নতুনভাবে দেশ স্বাধীন হওয়ায় পর বিদ্যমান আইনের যথাযথ মর্যাদা দেয়ার কারনে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে বোর্ডের চেয়ারম্যান একটি তদন্ত কমিটি করে দেন। তদন্ত প্রতিবেদন ও বোর্ডের চেয়ারম্যানের আদেশের প্রেক্ষিতে স্বপদে বহাল হয়েছেন।