ঝালকাঠিতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - ajkerparibartan.com
ঝালকাঠিতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4:07 pm , December 11, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালিতে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন, লন্ডনস্থ বিএনপির বরিশাল ফোরামের সভাপতি ব্যারিষ্টার মো. গোলাম জাকারিয়া,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জেলা কৃষকদলের সভাপতি তকদির হোসেন,সাধারণ সম্পাদক নান্না খলিফা, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT