পিরোজপুরে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে আটক পিরোজপুরে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে আটক - ajkerparibartan.com
পিরোজপুরে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

3:38 pm , December 10, 2024

পিরোজপুর প্রিতিবেদক ॥ পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার রাতে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা উদ্ধার করা হয় বলে স্বীকার করেছেন  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার।
আটককৃতরা হলো- সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইউম শেখ (৪৫) ও তার ছেলে মো: শফিক শেখ।
অভিযানের সময় পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT