এভারকেয়ার হসপিটাল ঢাকা ও আরিফ মেমোরিয়াল হাসপাতাল বরিশাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর এভারকেয়ার হসপিটাল ঢাকা ও আরিফ মেমোরিয়াল হাসপাতাল বরিশাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর - ajkerparibartan.com
এভারকেয়ার হসপিটাল ঢাকা ও আরিফ মেমোরিয়াল হাসপাতাল বরিশাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

3:36 pm , December 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নত করা লক্ষ্যে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং আরিফ মেমোরিয়াল হাসপাতাল বরিশালের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার
(৯ ডিসেম্বর) খাদিজা ম্যানসন, কলেজ রো, বরিশালে অবস্থিত আরিফ মেমোরিয়াল হাসপাতালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের উদ্ভোধন ও সভাপতিত্ব করেন শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ আজিজ রহিম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ জাহিদ হাসান, বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ জিকে চক্রবর্তী, শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মানিক, শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান শিশু বিশেষজ্ঞ প্রফেসর এম আর তালুকদার মুজিব, আরিফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান নাসরিন জাহান, ডাঃ মাহাবুবুর রহমান লিটু, ডাঃ মজিবুর রহমান, ডাঃ সরিফুল ইসলাম রুমেন, ডাঃ এমডি মাহাদী হাসান, ডাঃ রওশন আরা সীমা, ডাঃ মাহামুদুল হাসান মান্না, ডাঃ শাখাওয়াত হোসেন সৈকত, ডাঃ ফেরদাউস, আরিফ মেমোরিয়াল হাসপাতালের হেড অফ এডমিন মোঃ ফাইজুর রহমান (কিশোর), এভারকেয়ার হসপিটাল ঢাকা থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার সরকার মনোয়ারুল ইসলাম এবং ব্রান্ডিং ম্যানেজার মইনুল হক। এছাড়াও, অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিশিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে বরিশালের রোগীরা সহজেই এভারকেয়ার হসপিটাল ঢাকার আধুনিক চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। রোগীরা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, প্রি-অ্যাডমিশন প্রক্রিয়া এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা পাবেন। এছাড়া, ঢাকার এভারকেয়ার হসপিটালের অভিজ্ঞ এবং প্রখ্যাত কনসালট্যান্টরা নির্ধারিত সময়ে বরিশালের আরিফ মেমোরিয়াল হাসপাতালে গিয়ে পরামর্শ ও চিকিৎসা প্রদান করবেন। এতে রোগীরা তাদের নিজ শহরে থেকেই বিশ্বমানের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এই অংশীদারিত্ব বরিশালের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরিফ মেমোরিয়াল হাসপাতাল এবং এভারকেয়ার হসপিটাল ঢাকার এই সহযোগিতা চুক্তি বরিশাল অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াবে এবং রোগীর ফলাফল আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। সবশেষ আরিফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম এভারকেয়ার হসপিটালের সাথে চুক্তি স্বাক্ষর এবং হস্তান্তর করেন। এ সময় অতিথিবৃন্দ ও আরিফ মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারবৃন্দ ও এভারকেয়ার হসপিটাল ঢাকার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT