4:10 pm , December 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বরিশাল নগরীর ভাটিখানা চন্দ্রপাড়া প্রথমগলির বাসীন্দা আব্দুল রহিম ফকির। পেশায় রিকশাচালক রহিমের শরীরে ক্যান্সার ধরা পড়ার পর অর্থ-সম্পদ বলতে যা ছিলো সবই ব্যয় করেছেন চিকিৎসার পেছনে। এখন চিকিৎসাতো দূরের কথা দু’বেলা ঠিকমত খাবারই জুটছেনা। কারণ এক সময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন দরিদ্র রহিম ফকির। কিন্তু এখন তিনি নিজেই শয্যাশায়ী। ফলে সংসারের আয় রোজগার পুরোপুরি বন্ধ। বর্তমানে তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে অসুস্থ স্বামী ও সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন। বাসা-বাড়ীতে কাজ করে যা পান তাতে হয়তো একবেলা খেয়ে-পড়ে বেঁচে থাকা যায় কোনমতে। এরপর আর ওষুধ কেনার টাকা থাকেনা। নিজের চোখের সামনে স্বামীর কষ্ট কোনভাবেই সহ্য করতে পারছেন না রফিম ফকিরের স্ত্রী। তাইতো সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা (জনতা ব্যাংক, বরিশাল কর্পোরেট শাখা, হিসাব নম্বর-০১০০২২২৩৮৮৪১৯)। বিকাশ নম্বর-০১৭২৪৯৫৩৪৩৮।