সাংবাদিকদের সহযোগিতা পেলে বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল হবে শেবাচিম সাংবাদিকদের সহযোগিতা পেলে বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল হবে শেবাচিম - ajkerparibartan.com
সাংবাদিকদের সহযোগিতা পেলে বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল হবে শেবাচিম

4:07 pm , December 9, 2024

বিশেষ প্রতিবেদক ॥ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুচিকিৎসা নিশ্চিত করতে সাংবাদিকদের পরামর্শ চেয়েছেন নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর। গতকাল সোমবার হাসপাতালের তৃতীয় তলার সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আপনাদের (সাংবাদিক) সহযোগিতা পেলে বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল হবে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ইতিপূর্বে অনেক হাসপাতালে দায়িত্ব পালন করেছি কিন্ত সুখ্যাতি সম্পন্ন ঐতিহ্যবাহী কোনো হাসপাতালের এতোটা জরাজীর্ণ দশা তা এখানে এসে টের পেলাম। এই অবস্থায় সাংবাদিকদের পরামর্শ এবং সহযোগিতা আমার কাজে সহায়ক হবে।  আপনারা তথ্য দিয়ে আমাকে সাহায্য করুন। আপনারাই আমার চোখ ও কান। এখানে ভালো বা খারাপ সবই আপনারা জানেন। তাই আপনাদের কাছ থেকে  তথ্য সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল হবে।
পরিচালক আরও বলেন, শের ই বাংলা মেডিকেল কলেজ থেকে অনেক নামি-দামি চিকিৎসক পাশ করে বের হয়ে গেছেন এবং তারা এখন সমাজে বিখ্যাত ও প্রতিষ্ঠিত। অথচ এই হাসপাতালের কোনো উন্নয়ন হয়নি। এ নিয়ে আমি চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সাথে পৃথক পৃথক বৈঠক করেছি। সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। লোকবল সংকট ছাড়াও অন্যান্য বিষয়গুলো চিহ্নিত করে একটি ফাইল তৈরি করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মুনীর বলেন, এগুলো নিয়ে প্রয়োজন হলে আমি নিজে ঢাকা যাবো এবং সেখানে অবস্থান করে বিভিন্ন দপ্তরে ঘুরে কাজগুলো সম্পন্ন করবো। সরকারি টাকার কোনোভাবে অপচয় গ্রহণযোগ্য হবেনা। মেডিকেল নিয়ে ব্যবসা করা যাবেনা। জনগণের ট্যাক্সের টাকা পাই পাই হিসাব দিতে হবে।
এর আগে সাংবাদিকদের মধ্য থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা, চুক্তিভিত্তিক নিয়োগের জটিলতা,  ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কোম্পানির  প্রতিনিধিদের দৌরাত্মসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। ২০০ শয্যার হাসপাতালকে ৫০০ এবং পরবর্তীতে ১০০০ শয্যায় উন্নিত করা হলেও লোকবল কাঠামো ৫০০ শয্যারই রয়েছে। এ সমস্যার কথাও উঠে আসে মতবিনিময়কালে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডাঃ মনিরুজ্জামান,
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শাহানামার সম্পাদক আবুল কালাম আজাদ, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন , রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক কীর্তনখোলার ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।  ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, এখন থেকে যার যা কাজ তা অবশ্যই পালন করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগে পরিচ্ছন্ন কর্মীদের অবশ্যই পরিচ্ছন্নতার কাজ সুন্দরভাবে দায়িত্ব নিয়ে করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT