4:05 pm , December 9, 2024
বিশেষ প্রতিবেদক ॥ ‘নারী কন্যা সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। আর এই দিবসের মর্যাদা অক্ষুন্ন রাখতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন জয়িতা নারীকে প্রদান করা হয়েছে সম্মাননা। তাদের মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার নুসরাত জাহান। তিনি অর্থনৈতিকভাবে নিজেকে সাফল্য অর্জনকারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসাম্মৎ শাহনাজ পারভীন এর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।
সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী জয়িতা সম্মাননা পেয়েছেন বানারীপাড়া উপজেলার রাজিয়া বেগম। আর সামাজিক ও পারিপার্শ্বিক নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে জয়িতা সম্মাননা অর্জন করেছেন সদর উপজেলার রিপা খানম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন সদর উপজেলার উম্মে সুমাইয়া।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশালের জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল মোঃ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নিসহ আরও অনেকে। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।