3:51 pm , December 8, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নভেম্বর মাসে ৩১৮টি অপরাধ সংঘঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, স্প্রীডবোট এর গতি নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইদানিং বিভিন্ন স্কুল থেকে ল্যাপটপ চুরি হচ্ছে। এই চক্রকে খুঁজে বের করতে হবে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ছোটখাটো অভিযান পরিচালনা কোন অভিযান না। বড় ধরনের অভিযান চালাতে হবে। নভেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৮টি অপরাধ সংঘঠিত হয়েছে। এরমধ্যে দাঙ্গা ২, সিধেল চুরি৪, চুরি ৭, নারী নির্যাতন ৩, অপহরণ ১, অস্ত্র আইন ১, মাদকদ্রব্য ৩৬, শিশু নির্যাতন ৬, ধর্ষণ ৩ , অন্যান্য অপরাধ ৫৫। অপরদিকে জেলায় ২০০অপরাধ সংঘঠিত হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি, দস্যুতা একটি, খুন একটি, সিধেল চুরি ১১টি , চুরি ৪টি,নারী নির্যাতন ২১টি,অপহরণ দুইটি, অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য ৩৩ টি,ধর্ষণ ৪টি,অন্যান্য অপরাধ ১১৯টি। সভায় বক্তব্য রাখেন অতিরক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ,অতিরক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান আহমেদ।