সাবেক এমপি টিপু কারাগারে সাবেক এমপি টিপু কারাগারে - ajkerparibartan.com
সাবেক এমপি টিপু কারাগারে

3:48 pm , December 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন না-মঞ্জুর করেছে আদালত। দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মামলার আসামী টিপু রোববার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তানভীর রহমান তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই আদালতের জিআরও এএসআই খাদিজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে সাবেক এমপি টিপুকে প্রধান আসামী করে নামধারী ১১ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে মামলা করেন।
জিআরও খাদিজা বেগম জানান, মামলার আসামী হিসেবে সাবেক এমপি টিপু আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গ্রেপ্তারী পরোয়ানা মূলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানীর জন্য দিন ধার্য্য করেছেন বিচারক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT