এমন কিছু নেই, যা এই ৩১ দফায় উল্লেখ করা হয়নি : সেলিমা রহমান এমন কিছু নেই, যা এই ৩১ দফায় উল্লেখ করা হয়নি : সেলিমা রহমান - ajkerparibartan.com
এমন কিছু নেই, যা এই ৩১ দফায় উল্লেখ করা হয়নি : সেলিমা রহমান

3:48 pm , December 8, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ক্ষমতার দাপট নয়, জবাবদিহিমূলক সরকার ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করবো। এটা কীভাবে করা হবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে তা স্পষ্ট করা হয়েছে বিএনপির এই ৩১ দফায়। আজকে যারা রাষ্ট্র সংষ্কারের কথা বলছেন, দুইবছর আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফায় তা তুলে ধরেছিলেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এর বাইরে কোনো সংষ্কার প্রস্তাব দিতে পারেননি। এমন কিছু নেই, যা এই ৩১ দফায় উল্লেখ করা হয়নি।
গতকাল রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণার আগে তিনি এসব কথা বলেন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার,  সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব আবুল কালাম শামীন, জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান শহীদুল্লাহ্সহ বিভাগের ৬ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সেলিমা রহমান আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের দ্বারা অপপ্রচার চালিয়ে সারাবিশ্বের কাছে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করছে। এ জন্য আপনাদেরকে জনগণের লোক হতে হবে। সবাইকে একটি পরিবার হয়ে এক সাথে কাজ করতে হবে। জাতীয় ঐক্যের ডাক বারবার দিতে হবে, তা না হলে ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে ঢুকে পড়বে।
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার  প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।  তারা বিভিন্ন কৌশলে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। বিএনপি কখনো চাঁদাবাজি করেনা। বিএনপির ৩১ দফা চা দোকান থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাতে হবে। তাই আপনাদের এই কর্মশালার মাধ্যমে আগে বুঝতে হবে ৩১ দফা আসলে কি।
কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে ২০ মিনিটের একটি কার্টুন ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে ৩১ দফা তুলে ধরা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT