ভুল তথ্য সমাজের জন্য ক্ষতিকর -জেলা প্রশাসক ভুল তথ্য সমাজের জন্য ক্ষতিকর -জেলা প্রশাসক - ajkerparibartan.com
ভুল তথ্য সমাজের জন্য ক্ষতিকর -জেলা প্রশাসক

3:46 pm , December 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ভুল তথ্য সমাজের জন্য ক্ষতিকর। ভুল তথ্য খুবই খারাপ। বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে। সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করা উচিৎ। গতকাল রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের দ্বারা অনেক কল্যাণ কাজ করা সম্ভব। সংবাদ সম্মেলনে অতিরক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল প্রেসক্লাবের সভাপতি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নগরীর খাল পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT