প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য - ajkerparibartan.com
প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য

3:44 pm , December 8, 2024

বরিশালের কর্মশালায় ভার্চুয়ালি তারেক রহমান

বিশেষ প্রতিবেদক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তার অধিকার সবার। বিএনপি এ বিষয়ে ইতিপূর্বেই দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বাড়িঘর ও মন্দির পাহারা দিয়েছে। প্রতিটি জেলা উপজেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ভাইবোদের নিরাপত্তা নিশ্চিত করতে। ৮ ডিসেম্বর রবিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী এক কর্মীর প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান স্বাস্থ্য বিষয়ক সুচিকিৎসার একটি প্রশ্ন উত্থাপন করলে উত্তরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতকে অবশ্যই গুরুত্ব দেয়া হবে। তবে তার আগে বিএনপির চেষ্টা থাকবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভেজালমুক্ত খাবার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। যাতে মানুষের অসুস্থ হওয়াটাই কমে যায় সেটাই বিএনপির অন্যতম লক্ষ্য। আর এ জন্য বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ করে
মহিলাদের প্রশিক্ষিত পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তোলা হবে।
বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমনের সভাপতিত্বে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১১টায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বিকেল ঠিক সাড়ে তিনটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইসাথে বরিশাল ও রংপুর বিভাগের কর্মশালায় যুক্ত হন। এরফলে রংপুর ও বরিশালের মধ্যেও একটি মেলবন্ধন তৈরি হয়। উভয়ের প্রশ্নের উত্তর উভয়পক্ষ থেকেই দেওয়ার চেষ্টা করেন তারেক রহমান। এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান আরো বলেন,  দেশে একটি প্রকৃত জবাবদিহির পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য। শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের নয়, দেশের প্রতিটি স্তরের জনগণের প্রতিনিধিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, সরকারের শীর্ষ পদধারী সকলের জন্যই এই জবাবদিহি অপরিহার্য।
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও আইন শাসনসহ অন্যান্য খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে। এই সংস্কারগুলোর মধ্যে জবাবদিহি প্রতিষ্ঠা করা একটি প্রধান অঙ্গীকার।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা ধরে রাখতে হবে। যদি জনগণের আস্থা হারিয়ে যায়, তবে দলের অস্তিত্ব বিপদে পড়বে। আমাদেরকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে এবং আমাদের দলের ভেতরকার ভুলগুলো শুধরে নিতে হবে। এছাড়া, বিএনপির ৩১ দফা প্রস্তাবের মধ্যে থাকা সংস্কারের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, অনেকেই আমাদের সংস্কারের প্রস্তাবের সঙ্গে একমত হচ্ছেন। এই ৩১ দফা দেশের উন্নয়নের জন্য একটি শক্তিশালী দিকনির্দেশনা প্রদান করবে।
এসময় নারীর ক্ষমতায়নের জন্য তাদেরকে নির্বাচন করার উপযোগী নেতৃত্ব তৈরির পরামর্শ দেন তারেক রহমান।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলা এবং উপজেলা থেকে সাংগঠনিক দায়িত্বের ৫জন করে প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT