3:17 pm , December 7, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত উপসচিব ড. মো. ফরহাদ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হয়। ফরহাদ হোসেন এর জানাজায় তার সহকর্মী, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাজারো মানুষের ঢল নামে। তাকে একনজর দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে চরলক্ষ্মীপুর মাদ্রাসা মাঠে জড়ো হয়েছিলেন তারা। এসময় তার সহকর্মী ও স্বজনদের আবেগঘন বক্তব্যে জানাজাস্থল শোকে ভারী হয়ে ওঠে।
জানাজায় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনূর ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বরিশাল জেলা কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু মোল্লা, মো. শিহাব উদ্দীন পেশকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসক কে. এম জাহিদুল ইসলাম, আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম খসরু, মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল আহসান, কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু সালেহ প্রমুখ।
চরলক্ষ্মীপুর গ্রামের আলহাজ্ব আব্দুল কাদের মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন বলেন, উপসচিব ড. মো. ফরহাদ হোসেন একজন ভালো মানুষ ছিলেন। সরকারি কর্মকর্তা সাদামাটা জীবন যাপন করতেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরির সুবাদে মুলাদী উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করেছেন। এলাকায় মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাসহ অনেক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে মুলাদী উপজেলা তথা দেশ একজন সৎ ও মেধাবী কর্মকর্তা হারালো।
উল্লেখ্য, শুক্রবার নিজের এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বিকেল ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় মাহেন্দ্র উল্টে নিহত হন। তিনি মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর (নন্দীরবাজার) গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা মো. আব্দুল কাদেরের ছেলে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ ও ২ এর উপসচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।