3:16 pm , December 7, 2024
বিএনপি নেতার নেতৃত্বে হামলা
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে পিতা পুত্রসহ ৩ জন কে কুপিয়ে জখম করা হয়েছে। কুপিয়ে জখম করেই শান্ত থাকেনি তারা আহতরা যাতে থানায় কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে না পারে সেজন্য অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। ট্রিপল নাইনে কল করেও যখন আহতরা পুলিশের সহযোগীতা পাচ্ছিলো না তখন স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। ৫ ডিসেম্বর উপজেলার নিয়ামতিতে নিয়ামতি হাই স্কুলের সামনে মাওলানা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কামরুল ইসলাম বলেন তার বড় ভাইয়ের ছেলে সাদ আহমেদ মৃদুল স্কুলের সামনে একটি দোকানের পাশে বসে মোবাইলে গেইম খেলতেছিলো। এসময় সাবেক চেয়ারম্যান জবেদ আলীর ছেলে মিজান মৃদুল কে গেইম খেলতে নিষেধ করে। কিন্তু মৃদুল তাতে কর্নপাত না করায় মিজান মোবাইল নিয়ে ছুড়ে মারে এবং মৃদুলকে মারতে তেড়ে আসে। মৃদুল দৌড়ে এসে বাড়িতে আশ্রয় নেয়। কিছুক্ষন পর বিএনপি নেতা বাহাদুর এর নির্দেশে রামদা চাপাতিসহ দুই ভাই মিজান ও উজ্জল কয়েকজন লোক বাড়ির সামনে এসে ভাইপো ও ভাইকে গালাগালি করতে থাকে ও কুপিয়ে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে। এসময় আমি চেমামেচি শুনে বাড়ির সামনে আসি। এসে তাদের চিৎকারের কারন জানতে চাইলে কোন কিছু বুঝে উঠার আগেই আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। আমাকে উদ্ধার করতে আসলে আমার বড় ভাই হাসিবুজ্জামান বাদশাকেও কোপ দেয় তারা। এরপর আমাদেরকে বাড়ির মধ্যেই অবরুদ্ধ করে রাখে। এই অবস্থায় ট্রিপল নাইনে কল করলেও থানা পুলিশ ফোর্স পাঠাবে বললেও তারা আর পাঠায়নি। পরে ঘন্টা খানেক পরে এলাকার লোকজন এসে আমাদের উদ্ধার করে একটি গাড়িতে উঠিয়ে দেয়। এরপর বাকেরগঞ্জ থানায় বিষয়টি অবাহত করে আমরা বরিশাল এসে হাসপাতালে ভর্তি হই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।