3:13 pm , December 7, 2024
পরিবর্তন ডেস্ক ॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল নগরের টাউন হলে শুরু হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিনের সভাপতিত্বে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। কেননা হাদিসে বর্ণিত আছে শ্রমিকের ঘাম নিঃশেষ হওয়ার আগে তার পাওনা পরিশোধ করতে।এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই শ্রমিক ভালো থাকবে।সম্মেলন শেষে একটি মিছিল বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।