4:16 pm , December 6, 2024
বিশেষ প্রতিবেদক ॥ মাহফিলকে কেন্দ্র করে বরিশালের লঞ্চঘাট মুক্তিযোদ্ধা পার্ক বরিশাল ক্লাব ও জেলা স্কুল মোড় পর্যন্ত বিশাল এলাকায় রীতিমতো উৎসব আমেজ। বসেছে বাণিজ্যিক পসরাও। মাগরিবের নামাজের পর পরই এসব এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বরিশাল ক্লাব থেকে বান্দ রোড ও ডিসিঘাট এলাকার যানবাহন চলাচল। এরফলে খুশি সাধারণ মানুষ। কেননা তাদের চলাচলে আর কোন প্রতিবন্ধকতা তৈরি হয়নি। মেলা মাঠের এক কোনায় যেমন বইয়ের পসরা বসেছে, তেমনি সড়কের দুপাশে বসেছে পিঠা, চটপটি, আতর, টুপিসহ বিভিন্ন বাণিজ্যিক পসরা। মেলা মাঠ ও সড়কে বিছানো হয়েছে চাটাই। এই চাটাইয়ে বসেই কনকনে ঠান্ডার পাশাপাশি কোরআন তেলওয়াত উপভোগ করছেন প্রায় ২০ হাজার জনতা। এতটুকু বিশৃঙ্খলা নেই কোথাও। রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি অনন্য উদাহরণ। হাজার হাজার মানুষের মিলনমেলায় নূন্যতম কোন বিশৃঙ্খলা দেখা যায়নি।