3:23 pm , December 6, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফরহাদ হোসেন গতকাল শুক্রবার বিকেল ৫ টায় বরিশাল নিজ বাসা থেকে মুলাদী উপজেলায় গ্রামের বাড়িতে মাহিন্দ্রাযোগে যাওয়ার পথে মুলাদীর হাওলাদার ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় তিনি মাহিদ্রা চালকের বামপাশে বসা ছিলেন। বরিশালের বাসা থেকে তিনি মুলাদীতে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। বরিশালের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন বলেন, উপসচিব ফরহাদ হোসেন একটি থ্রি হুইলারে ( স্থানীয়ভাবে মাহেন্দ্র নামে পরিচিত ) যাত্রী ছিলেন। হঠাৎ ব্রেক করে থ্রিহুইলারটি রাস্তার পাশে পড়ে যায়। এতে তার বাম হাত ভেঙ্গে যায় এবং তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।