3:22 pm , December 6, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জিলা স্কুলের ৭৯তম ব্যাচের ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের মিলন মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বরিশালের সন্তান শাওন সিকদারের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ১৫ জন মৃত বন্ধুদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার পাশাপাশি স্মারক এলবাম মোড়ক উম্মোচন করা হয়। রিয়াজ উল কবিরের আয়োজনে এবং মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলাস্কুলের সাবেক শিক্ষক মো: সুরুজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী হালদার, সাবেক শিক্ষার্থী ডা: আরিফুর রহমান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম। ২০০৪ সালে সৃষ্ট এ ফোরাম মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্ধু মিলন মেলার আয়োজন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অসচ্ছল সহপাঠী বন্ধুদের সহযোগীতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে।