গৌরনদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ॥ বোমাবাজি গৌরনদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ॥ বোমাবাজি - ajkerparibartan.com
গৌরনদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ॥ বোমাবাজি

2:24 pm , December 6, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও বোমাবাজির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে  এ ঘটনা ঘটে। এ সময় ৭টি বোমার বিস্ফোরন ঘটানো হয়। এতে বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক এহতেশাম পারভেজ, সদস্য সচিব তানভীর হাসান তামিমের সাথে প্রতিপক্ষ গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের সমর্থক মুহিম সরদারের সাথে তামিম সমর্থক কলেজ ছাত্রদলের সদস্য লিমনের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান অভিযোগ করে বলেন, কলেজ ক্যাম্পসের ঘটনা মিমাংসা করে দুপুর ১টার দিকে আমি ও আমার সমর্থক ইয়াসিন আরাফাত  কলেজ থেকে বের হয়ে গেটে পৌঁছলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের সমর্থক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ছেলে অন্তর বেপারী,  মিন্টুর ভাগ্নে সবুজ সরদারের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কলেজ ছাত্রদল নেতারা বৃহস্পতিবার  সন্ধ্যার পরে হামলার  প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা করেন।
কলেজ ছাত্রদল নেতারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া  পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসস্ট্যান্ড , গয়নাঘাট, অডিটোরিয়াম ও এর আশেপাশে ৭টি বোমার বিস্ফোরন ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  সংঘর্ষে তামিম সমর্থক পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন (২৫), কলেজ ছাত্রদলের সদস্য আরাফাত (২৬), সোয়ান সরদার (২৪), ইমরান হোসেন (২৫), সাদ্দাম সমর্থক মুহিম হোসেন (২৫) ও আব্দুল মান্নান (২৬)সহ ৮ জন আহত হয়।  সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান তামিমের অভিযোগ অস্বীকার করে সাদ্দাম হোসেন বলেন, তামিমের ভাড়াটে সন্ত্রাসীরা আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু এ প্রসঙ্গে বলেন, হামলার সঙ্গে আমার ছেলে ও ভাগ্নের কোন সম্পৃক্ততা নাই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া ছাত্রদলের দুই পক্ষের  মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে  বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় কোন অভিযোগ দায়ের করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT