2:21 pm , December 6, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক অধ্যক্ষ ফরিদুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএম কলেজ এর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগর উত্তর মো: মহিব্বুল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঝালকাঠি জেলার সভাপতি মাওলানা মো: মিরাজুল ইসলাম।
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।