2:21 pm , December 6, 2024
পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ৭ উপজেলা কে সন্ত্রাসমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। এ লক্ষ্যে গতকাল শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে ভা-ারিয়া উপজেলার বিভিন্ন মসজিদে সচেতনতামূলক বক্তব্য এবং প্রচারপত্র বিলি করা হয়।
ভান্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার মাদক, সন্ত্রাস ও জঙ্গিদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার ৭ উপজেলার ১২ লাখ মানুষের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ জনহিতকর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। এ জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়নে পুলিশ সুপার একটি প্রচারপত্র প্রকাশ করেন। এতে বলা হয়, ‘গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। জেলার প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায় মাদকমুক্ত ,জঙ্গিমুক্ত ও নিরাপদ বাসযোগ্য, জনপ্রত্যাশার আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। জেলার ১২ লাখ মানুষের জন্য মাত্র ১ হাজার জন পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া একটি চ্যালেঞ্জ। তাই পুলিশ জেলার ১২ লাখ নাগরিকের মাঝে এই বার্তা দিতে চান যে, ‘পুলিশই জনতা , জনতাই পুলিশ-এ মন্ত্র সামনে রেখে নাগরিক সমাজ একাত্ম হয়ে সমাজের সকল অপরাধ প্রতিরোধে কাজ করা জরুরি।
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ দেশ ও জনতার বন্ধু হিসেবে নতুন কর্ম উদ্যোগে কাজ করতে প্রতীজ্ঞাবদ্ধ। দেশের মানুষের কল্যাণেই পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সমাজে সকল অন্যায় অবিচার বন্ধে সচেতন নাগরিকের ভূমিকা আমরা সম্মানের সাথে দেখি। সকলে মিলে শান্তি সম্প্রীতির মানবিক এক সমাজ গড়তে চাই।