দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকাশক্তি -বিভাগীয় কমিশনার দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকাশক্তি -বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকাশক্তি -বিভাগীয় কমিশনার

3:49 pm , December 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টিটিসি’র সভাকক্ষে সেমিনারে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেন, দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকা শক্তি। সফল হতে গেলে দক্ষতা, সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। যুবকদের মধ্যে এ তিন বৈশিষ্ট্যের সমন্বয় থাকলে সহসাই সফলতা ধরা দেবে। তিনি বলেন, কঠিন সময়ের পর ভালো সময় আসে। সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা সকলেই সময়ের সদ্ব্যবহার এবং কঠিন পরিশ্রম করেছে। তাই যুবকদের পরিশ্রমী হতে হবে। কাজ-কর্মে, কথায় বিনয়ী হতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশালের এজিএম মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, টিটিসি বরিশালের চিফ ইন্সট্রাক্টর লায়লা আফরোজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT