3:48 pm , December 5, 2024
আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ শিশু কিশোরদের পাঠ উপযোগী কমিকস, কার্টুন, রম্যরচনা নিয়ে বেশ উৎফুল্ল ঢাকা থেকে আগত গাজী প্রকাশনীর বিক্রয় সহকারী মারুফ হোসেন। তিনি বলেন, গতকাল খোলার পর থেকেই পাঠকের বেশ আগ্রহ লক্ষ্য করেছি, খুব একটা বিক্রি না হলেও খারাপও হয়নি। আজ ৩টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত যেটুকু বিক্রি হয়েছে এটাই যদি নিয়মিত হয়
তাহলে পুষিয়ে যাবে বরিশালে আসা-যাওয়ার কষ্ট। একই কথা বলেন আরেক বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, আমাদের এখানে হুমায়ুন আহমেদ, সাদত হোসাইন, মৌরি মরিয়ম উল্লেখযোগ্য লেখক। তাদের বইয়ের চাহিদার পাশাপাশি কেউ কেউ নাসরিন জাহান এর বইও খুঁজছেন দেখে অবাক হয়েছি।অন্যপ্রকাশের স্টলে ক্রেতার ভিড় নিয়ে মোটামুটি আশাবাদী তিনি। এদিকে বরিশালের বেলস পার্কে আয়োজিত বিভাগীয় বইমেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার তরুণদের ভিড় ছিলো লক্ষ্যনীয়। এদের একটা বড় অংশ ভিড় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে। সেখানে চলছে বইয়ের বিনিময়ে বই আদান-প্রদান। চমৎকার এই উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের একজন প্রতিনিধি সুহানা বলেন, গতকাল আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বেশকিছু নিষিদ্ধ হওয়া বই তুলেছিলাম। এর মধ্যে আমার ফাঁসি চাই, জবানবন্দি ইত্যাদি ছিলো। বইগুলো হাতবদল হয়ে গেছে। এখন পাঠক পড়া শেষ হয়ে যাওয়া বইটি এনে আমাদের থেকে অন্য বই বদলে নিতে পারেন বলে জানান তিনি। একজন মা তার কিশোর ছেলেকে সাথে নিয়ে গাজী প্রকাশনী থেকে বেশকিছু কার্টুন কিনতে কিনতে বললেন, এভাবে যদি আমাদের বাংলাদেশের সব বীর যোদ্ধাদের নিয়ে আত্মজীবনী ধরনের কার্টুন বা ছোটদের উপযোগী গল্প তৈরি হতো, খারাপ হতোনা।
এদিকে মেলা মঞ্চে তখন চলছে জোর আবৃত্তি –
ও ভাই পুলিশ
মস্ত ফুলিশ
কার দমে তুই নাচিসরে
বেতন-ভাতা দিচ্ছে যারা
মারসিস সেই মালিকেরে। বিশিষ্টজনদের আলোচনায় উঠে আসছে জুলাই আগস্ট বিপ্লবের চেতনাদীপ্ত স্মরণ।
জুলাই আগস্ট বিপ্লব-২০২৪ প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, সাংবাদিক আযাদ আলাউদ্দিন, জাসাস বরিশালের আহ্বায়ক সাব্বির নেওয়াজসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বইমেলার সার্বিক তত্ত্বাবধায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেনসহ নতুন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক জামান মনির, বখতিয়ার সহ আরো অনেকে। গত ৪ ডিসেম্বর বিকেলে এই বইমেলার উদ্বোধন করেছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার। এসময় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক আফসানা বেগম উপস্থিত ছিলেন। বইমেলা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। তবে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন।