বরিশাল আদালত পরিদর্শন করলেন গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা বরিশাল আদালত পরিদর্শন করলেন গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা - ajkerparibartan.com
বরিশাল আদালত পরিদর্শন করলেন গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা

1:21 pm , December 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা জজ আদালত পরিদর্শন করেছেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থীরা। পরিদর্শনের উদ্দেশ্য ছিলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আইনগত জ্ঞান অর্জন করা। শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন কার্যপ্রণালী নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেখানে তারা মামলার ধারাবাহিকতা, সাক্ষ্য গ্রহণের কৌশল এবং রায় প্রদান প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। এই পর্যবেক্ষণ তাদের জন্য একাডেমিক শিক্ষার বাইরে গিয়ে বাস্তব আইনি দিকগুলো বোঝার একটি বিশেষ সুযোগ সৃষ্টি করবে। পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিচারকদের সাথে সাক্ষাৎ করেন এবং বিচারকরা বিচারপ্রক্রিয়া ও একজন বিচারকের দায়িত্ব সম্পর্কিত মূল্যবান অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। পরিদর্শনের এই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক অন্তরা দাস এবং হাসিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাইনুল ইসলাম প্রিন্স এবং মোঃ মোখলেছুর রহমান ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT