ভান্ডারিয়ায় যুব মহিলা লীগের সভাপতি যুথি কারাগারে ভান্ডারিয়ায় যুব মহিলা লীগের সভাপতি যুথি কারাগারে - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় যুব মহিলা লীগের সভাপতি যুথি কারাগারে

4:18 pm , December 4, 2024

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথি কে গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জানাগেছে, বুধবার রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েদা পুলিশ। গ্রেপ্তারকৃত যুথি আজাদ জোমাদ্দারের মেয়ে ও ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি। ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার বলেন, যুথির  বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT