4:17 pm , December 4, 2024
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণের ফি প্রদান করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফজলুল করিম মিঠু। তিনি বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২১ শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ পরীক্ষার্থীর প্রত্যেককে ফরম পূরণ বাবদ ১৮শ টাকা করে প্রদান করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রতণ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল আলম, বিশিষ্ট সমাজসেবক ফজলুল করিম মিঠু, শিক্ষক শফিকুল ইসলাম ।