4:17 pm , December 4, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ ৬ বছর আগে আওয়ামী লীগ নেতাদের কর্তৃক দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ আহমেদ সান্টুসহ ১৬ নেতাকর্র্মী। গতকাল বুধবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সেলিম রেজা এ আদেশ দেন। এ ব্যাপারে সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতার সুফল আদালতে ন্যায় বিচার পেয়েছি।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার বাদী হয়ে সরফুদ্দিন আহমেদ সান্টু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন।