4:16 pm , December 4, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বিকালে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মেলন কক্ষে মামলার জট নিরসন ও সমাজে শান্তি প্রতিরক্ষার লক্ষ্যে ১৯৬০ এর বিধান সমূহ প্রতিপালন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, যুগ্ম ও জেলা জজ (বিদ্যুৎ ) আদালতের বিচারক গৌতম কুমার দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরি , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান , মোখলেছুর রহমান ও শিহাবুর রহমান। কর্মশালায় আদালতের পিপি,জিপি সহ অন্যান্য আইনজীবিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল আদালতের নাজির মোহাম্মদ তারিকুর ইসলাম সহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।