উদ্বোধনের আগেই জমজমাট বরিশাল বিভাগীয় বইমেলা উদ্বোধনের আগেই জমজমাট বরিশাল বিভাগীয় বইমেলা - ajkerparibartan.com
উদ্বোধনের আগেই জমজমাট বরিশাল বিভাগীয় বইমেলা

4:11 pm , December 4, 2024

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ উদ্বোধনের আগেই জমজমাট হয়ে উঠেছে বরিশাল বিভাগীয় বই মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৪টায় মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। কিন্তু এর আগে থেকেই বইমেলার প্রবেশপথের সামনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মেলামঞ্চে আনুষ্ঠানিক আলোচনায়  প্রধান অতিথি বলেন, বই কেনার টাকা যখন থাকবে তখন বই পড়ার সময় থাকবে না। তাই তরুণদের বলছি এখনই বই পড়ার সুবর্ণ সময়। যতই ফেসবুকে থাকুন আর বিশ্বকে জানুন, বই পড়ার স্বাদ আলাদা। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বই আকারে প্রকাশ করে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনুস সারা বিশ্বে তা পৌঁছে দিয়েছেন। বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব  মাসুদুর রহমান, এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমসহ বরিশাল জেলা ও বিভাগের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও পাঠানুরাগী মানুষ। প্রথমদিনে মেলা ঘুরে দেখেন বরিশালের লেখক ও সাহিত্যিক সাইফুল ইসলাম বুলবুল, দীপঙ্কর চক্রবর্তীসহ বিশিষ্টজনরা।
বেলস পার্ক ময়দানের চারপাশে পর্দার দেয়াল তুলে প্রায় স্টলগুলো সাজানো হয়েছে। অন্যপ্রকাশ, দিব্য প্রকাশ, অন্বেষা, গাংচিল, প্রথমা, শিলা, কথাপ্রকাশ, কবি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি সহ ঢাকা থেকে আগত ৭৭টি প্রকাশনী সংস্থার অংশগ্রহণে বিভাগীয় বইমেলার যাত্রা শুরু হলো। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা। তবে শুক্রবার সকাল দশটা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানালেন মেলার সার্বিক ব্যবস্থাপক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ৮ দিনব্যাপী এ মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT