কাউখালীতে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে সভা কাউখালীতে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে সভা - ajkerparibartan.com
কাউখালীতে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে সভা

4:05 pm , December 3, 2024

কাউখালী প্রতিবেদক ॥ গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে কাউখালীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার,উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু,প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাফিজুর রহমান, মাঞ্জুর লিওন প্রমুখ। আলোচনা শেষে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের অংশগ্রহণ করে কাউখালী উপজেলার ৬ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT