3:57 pm , December 3, 2024
বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে শেবাচিমের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর এর সাথে মতবিনিময় করেছেন। গতকাল দুপুরে নগরীর প্যারারা রোডে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন শেবাচিমের ডেপুটি ডায়রেক্টর ডাঃ মনিরুজ্জামান শাহীন, হালিম রেজা মোফাজ্জেল, মোঃ লিয়াকত আলী লিকু, ডাঃ নজরুল ইসলাম, কাজী মিরাজ, কাজী আল-মামুন ও মোঃ বেলায়েত প্রমূখ। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীরকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তৃতায় শেবাচিমের নবনিযুক্ত পরিচালক বলেন, সবার সহযোগিতা পেলে শেবাচিমের স্বাস্থ্য সেবা মানসম্মত করা সম্ভব। দক্ষিণাঞ্চলের আধুনিক চিকিৎসার ভরসাস্থল এ হাসপাতালটি জনগণের স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে। সবাই মিলেমিশে শেবাচিমের সবক্ষেত্রে আধুনিকায়ন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। আর এজন্য প্রয়োজন আমাদের সকলের ঐক্যমত্য।