বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস - ajkerparibartan.com
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস

4:07 pm , December 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির মামলার ১০ বছর পর খালাস পেয়েছেন মাদ্রাসার অফিস সহকারী। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে খালাস দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।
খালাস পাওয়া কাজী হারুন অর রশিদ সিরু পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন সপ্তগ্রাম সম্মিলনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল জানান, ২০১৫ সালের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওই মাদ্রাসায় বিভিন্ন  কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে অফিস সহকারী কাজী হারুন অর রশিদ সিরু অংশ নেয়নি। তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে সে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর মাদ্রাসার সহকারী মো. রিয়াজউদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার এসআই মনিরুজ্জামান মুনির তথ্য প্রযুক্তি আইনে কাজী হারুন অর রশিদকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১১ জনের সাক্ষ্য নিয়ে আসামীকে খালাসের আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT