ট্রেজারার নিয়োগ নিয়ে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ট্রেজারার নিয়োগ নিয়ে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় - ajkerparibartan.com
ট্রেজারার নিয়োগ নিয়ে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়

4:06 pm , December 2, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবীর মধ্যেই ট্রেজারার পদে সাবেক সেনা কর্মকর্তা আবু হেনা মোস্তফার নিয়োগ নিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিরোধের মুখে আবু হেনা মোস্তফা যোগদান না করে ফিরে গেলেও তাকে ফিরিয়ে আনতে ভাইস চ্যান্সেলর বেশ আগ্রহী বলে অভিযোগ উঠেছে। ভিসি শুচিতা শরমিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধীদলের আন্দোলনকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ৩৫০ বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও পেশাজীবীর বিবৃতিদাতাদের একজন। ২০২১ সালের ১৩ মার্চ বিভিন্ন গণমাধ্যমে “বেগম রোকেয়া বিশ্বিবিদ্যলয়ের ভিসি কলিমউল্লাহ’র অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছিল, সেখানেও ড. নাজমুল হাসান কলিমউল্লাহ’র যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শুচিতা শরমিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো ভিসি ড. আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জানিপপের সদস্য ড. সাবের হোসেন চৌধুরী এবং উপাচার্যের ঘনিষ্টজন তানভীর আবির প্রশিক্ষণ ও মিটিংয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন’ বলে অভিযোগ ছিল। এসব কারণে শুচিতা শারমিন বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রÑশিক্ষকরা যেমনি হতবাক, তেমনি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। এরমধ্যে আরেক বিতর্কিত ব্যক্তিকে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয়ায় পরে আগুনে ঘি পড়েছে বলেও মনে করছেন অনেকে। বিশ^বিদ্যালয়টির সর্বস্তরের ছাত্র-শিক্ষক ট্রেজারার হিসেবে সাবেক সেনা কর্মকর্তা আবু হেনা মোস্তফার নিয়োগ বাতিল সহ অবিলম্বে ভিসি পদ থেকে শুচিতা শরমিনের পদত্যাগের দাবীতে অনড় রয়েছেন। ছাত্র-শিক্ষকরা অবিলম্বে এসব বিতর্কিত ব্যক্তিদের বিশ^বিদ্যালয়ের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম নির্বিঘœ করার দাবী তুলেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT