উগ্রগোষ্ঠি আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিনত করতে চেয়েছিলো -শফিকুর রহমান উগ্রগোষ্ঠি আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিনত করতে চেয়েছিলো -শফিকুর রহমান - ajkerparibartan.com
উগ্রগোষ্ঠি আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিনত করতে চেয়েছিলো -শফিকুর রহমান

4:06 pm , December 2, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ একটি উগ্রগোষ্ঠি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে  পরিনত করতে। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোন ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট, কাচারী অফিস-আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রিয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে।
সোমবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী।
এরপর তিনি ঝালকাঠির  নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT