বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই -উপদেষ্টা সাখাওয়াত বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই -উপদেষ্টা সাখাওয়াত - ajkerparibartan.com
বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই -উপদেষ্টা সাখাওয়াত

4:05 pm , December 2, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই এমন দাবী করে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সম্প্রতি যাকে নিয়ে এত হৈ চৈ তার সাথে ইসকনের সম্পর্ক নেই। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও বিষয়টি স্বীকার করেছেন। আর যারা এর পেছনে জড়িত তারা টের পেয়েছেন তাদের সাথে কেউ নেই। আগামীতে এ ধরনের কোন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।
সোমবার দুপুরে বরিশাল মেরিন একাডেমীতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, ৬ থেকে ৭টি স্থানে সংষ্কার চলছে যা ডিসেম্বরে শেষ হবে। নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবে। নতুন নির্বাচন কমিশনকে সংগঠিত হতে দিন। তারাই নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করবে।
পাসিং আউট কুচকাওয়াজে ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে নৌ পরিবহন উপদেষ্টা  বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যেকারণে বাংলাদেশে মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।  যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে।
এর আগে মেরিন একাডেমীর ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর শিক্ষা সমাপনী কেক কাটা হয়।
বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেট সহ ৫৩ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে। বরিশাল মেরিন একাডেমীতে বর্তমানে অধ্যায়নরত রয়েছে ১১৬ জন ক্যাডেট।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT