3:10 pm , December 1, 2024
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিনে পৌর ভূমি অফিসের নির্ধারিত স্থানের ৫৬ শতাংশ সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে ব্যার্থ হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় একটি মহল। এসময় সরকারের দখলে থাকা জমির বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। রবিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন পৌর বাজার ও ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে । সরকারি জমি দখলে ব্যার্থ হয়ে আগামী ৭২ ঘন্টার মধ্য এসিল্যান্ডকে অপসারণ এর দাবী জানান বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, পৌরসভার ৪ নং ওয়ার্ডের অটোস্ট্যান্ড অবৈধ দখলমুক্ত করা হয়েছে এবং পৌর ভূমি অফিসের জায়গা অবৈধভাবে কাউকে দখল করতে দেয়া হবে না।