কাউখালীতে দালালদের ৪০ হাজার টাকা দিলেই পাওয়া যায় গভীর নলকূপ কাউখালীতে দালালদের ৪০ হাজার টাকা দিলেই পাওয়া যায় গভীর নলকূপ - ajkerparibartan.com
কাউখালীতে দালালদের ৪০ হাজার টাকা দিলেই পাওয়া যায় গভীর নলকূপ

3:08 pm , December 1, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে প্রয়োজনীয় গভীর নলকূপ না থাকার ফলে  সুপেয়  পানির জন্য গভীর নলকূপের  চাহিদা অনেক বেশি। বিশুদ্ধ পানির জন্য সরকারিভাবে  বছরে প্রায় শতাধিক গভীর নলকূপ  স্থাপন করা হয়। তবে এতে  দেড় লক্ষাধিক মানুষের পানির চাহিদা পূরণ হয় না।
এ উপজেলার অধিকাংশ মানুষ গরিব হওয়ায় নিজেদের অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করতে পারে না। যে কারণে চাহিদা বেশি থাকায়  বিভিন্ন দাতা সংস্থা  বিনামূল্যে গভির নলকূপ বরাদ্দ দিয়ে থাকেন। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ঠিকাদার দালাল চক্রের মাধ্যমে  সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে  বিনামূল্যে না দিয়ে  গ্রাহকদের নিকট থেকে  হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধান করে  জানা গেছে ,কাতার ভিত্তিক সংস্থা কাতার  চ্যারিটি  স্থানীয় ঠিকাদারের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করছে।
যার ধারাবাহিকতায় ২০২৪ -২৫ অর্থবছরে কাউখালী উপজেলায় একশ গভীর নলকূপ বসানোর কার্যক্রম চলমান আছে। গরিব,অসহায় ও দুস্থ মানুষের জন্য
বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে উন্নত প্লাটফর্ম সহ এক একটি গভীর নলকূপের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ করে।
তবে ঠিকাদার সুনির্দিষ্ট একটি চক্র দিয়ে সাধারণ মানুষেরকে  না দিয়ে ধর্ণাঢ্য ব্যক্তিদের নিকট থেকে  একটি গভীর নলকূপের জন্য  ৪০ থেকে ৪৫ হাজার টাকা গ্রহণ করে বরাদ্দ দেয়। এই চক্রটি সাধারণ মানুষকে  সংস্থার বরাদ্দ কম  বলে  স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান সহ অন্যান্যদের  ভুল বুঝিয়ে গ্রাহকদের নিকট থেকে এই মোটা অংকের টাকা হাতিয়ে  নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, যারা এ ধরণের প্রতারণা করছে তাদের আইনের আওতায় আনা ইচিৎ। উপজেলা নিবাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT