বানারীপাড়ায় আওয়ামী লীগ- বিএনপি কর্মীর হাতাহাতি বানারীপাড়ায় আওয়ামী লীগ- বিএনপি কর্মীর হাতাহাতি - ajkerparibartan.com
বানারীপাড়ায় আওয়ামী লীগ- বিএনপি কর্মীর হাতাহাতি

3:08 pm , December 1, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত ১ ডিসেম্বর রবিবার দুপুরে বানারীপাড়া বন্দর  বাজারে এই ঘটনা ঘটে। জানাগেছে ওইদিন দুপুরে বিএনপি কর্মী সাগর ফকির অপর এক বিএনপি কর্মীকে নিয়ে দোকানে চা পান করছিলেন। এ সময় সেখানে অবস্থানরত মাহমুদ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন উস্কানি ও কটুক্তিমূলক কথা বলে। এর প্রতিবাদ করলে মাহমুদের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায় তা হাতাহাতিতে রুপ নেয়।  এই ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ সমর্থক মাহমুদ ও দুলাল হোসেন একটি মহলকে নিয়ে বন্দরবাজার ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে দোকানপাট বন্ধ করার পাঁয়তারা করে। পরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে এবং এর উপযুক্ত বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT