3:07 pm , December 1, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রী, শিশু ছেলে ও কন্যাকে পাচারের অভিযোগে মামলা করেছেন স্বামী। রোববার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করলে বিচার মো. সোহেল আহম্মেদ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজীরহাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদী মেহেদি হাসান মিথুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর সন্তোষপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
নিখোঁজ স্ত্রী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের ছাত্রী রওনক জাহান ওরফে নওরিন বর্ষা (২৫), চার বছর বয়সী মেয়ে সিদরাতুল মুনতাহা ও দেড় বছর বয়সী ছেলে মুনাবী ইসলাম মুসা।
মামলার আসামীরা হলো-কুড়িগ্রামের রামরাম সেন এলাকার বাসিন্দা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র জেলাল হোসেন (২৭), তার ভাই মো. বাদশা (৪৫), সালাম (৪২) ও আবুল কালাম (৩৮) এবং তাদের বাবা আজগর আলী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০১৯ সালে প্রেম করে মিথুন ও বর্ষা বিয়ে করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুবাধে জেলাল হোসেনের সাথে বর্ষার পরিচয় হয়। এর সূত্র ধরে বর্ষাকে উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলো জেলাল । গত ১৮ নভেম্বর চাকরির ইন্টারভিউয়ের কথা বলে বর্ষাকে নিয়ে যায় জেলাল। এর পর থেকে তার কোন খোঁজ নেই। বাদীর ধারণা তার স্ত্রী ও সন্তানদের পাচার করা হয়েছে।