3:05 pm , December 1, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বাজার রোডে অগ্নিকান্ডে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেয়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। এতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ২টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘন্টাব্যাপী চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান এবং অগ্নিকান্ডের সূত্রপাত তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক। একাধিক ব্যবসায়ী বলেন, গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় বাজার রোডের মো. জাহাঙ্গীরের স্টেশনারী দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকান ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিভিন্নভাবে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ত্রিপল নাইনে কল দেয়া হলে সেখান থেকে ফায়ার সার্ভিস পাঠানো হয় ঘটনাস্থলে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তারা আরো বলেন, এর পূর্বে চারটি ইউনিটের পানি শেষ হলে পার্শ্ববর্তী খাল থেকে পানি আনার চেষ্টা করা হয়। কিন্তু খালেও পানি না থাকায় কিছু সময় বিঘিœত হয় আগুন নিয়ন্ত্রনে। তবে সকলের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। ব্যবসায়ী অরুপ বলেন, বরিশাল নগরীর বাজার রোড ঘনবসতি এলাকা। সেখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বহুতল ভবন এবং টিনের বসত বাড়ি রয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনতে বিলম্ব হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীণ হতে হতো সেখানকার ব্যবসায়ী ও বসত মালিকদের। ফায়ার সার্ভিস উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ঘনবসতি হওয়ায় কাজ করতে মারাত্মক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে পানির সংকট দেখা দেয়। আমাদের গাড়ির ট্যাংক খালি হওয়ার পর খাল থেকে পানি আনতে গেলে সেখানেও পানি তেমন ছিল না। তারপর চারটি ইউনিট এক নাগাড়ে কাজ করে পৌনে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত এ মুহুর্তে বলা সম্ভব নয়।