3:51 pm , November 30, 2024

পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশীষ রায়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার, কালাচাঁন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার ৫শ টাকা, আল মদিনা মিষ্টি ঘরকে ১ হাজার ৫শ, রাজু হোটেল কে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউশন কর্মকর্তা ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম। অভিযানে ভান্ডারিয়া থানা পুলিশ সহযোগীতা করে।