বেইলী ব্রিজের এ্যাপ্রোচের পাশে পরিত্যাক্ত ভবন এখন মরণ ফাঁদ বেইলী ব্রিজের এ্যাপ্রোচের পাশে পরিত্যাক্ত ভবন এখন মরণ ফাঁদ - ajkerparibartan.com
বেইলী ব্রিজের এ্যাপ্রোচের পাশে পরিত্যাক্ত ভবন এখন মরণ ফাঁদ

3:50 pm , November 30, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী-স্বরুপকাঠি সড়কের কচুয়াকাঠী বেইলী ব্রিজের এ্যাপ্রোজের পাশে ব্যক্তি মালিকানাধীন পরিত্যাক্ত ভবনটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। আঞ্চলিক এই ব্যস্ততম সড়কের বেইলী ব্রিজের এ্যাপ্রোচের ঢালে মাওলানা আব্দুল হকের  পুরাতন একটি বাড়ি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এতে করে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন যানচালক ও এলাকাবাসীর। সড়কের উপরে এই ভবনটি থাকায় সড়কের একপাশ থেকে অন্য পাশের কিছুই দেখা যায় না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে এলাকাবাসী প্রায় দুই যুগ ধরে উপজেলা প্রশাসন, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও  ভবনটি অপসারণ করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। সড়ক নির্মাণের সময় কর্তৃপক্ষ যখন জমি অধিগ্রহণ করেছিল তখন অন্যান্য ব্যক্তিরা তাদের পাওনা বুঝে নেয়। কিন্তু ওই ভবন মালিক সড়ক বিভাগ থেকে তার পাওনা চেয়ে আবেদন করেননি। এ কারণে কর্তৃপক্ষ তাকে পাওনা বুঝিয়ে দিতে পারেনি। পরবর্তী সময়ে সড়ক ও জনপথ  বিভাগ ভবন উচ্ছেদ করতে চাইলে তিনি আদালতে মামলা করেন। ফলে ভবন আর অপসারণ করা যায়নি।  অটোচালক লিটন হোসেন বলেন, রাস্তার প্রায় মাঝখানে বিল্ডিং থাকার কারণে আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। সামনের অংশ আমরা দেখতে পাই না। যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক চালকরা জানান, বিল্ডিং এর কারনে আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এছাড়াও বর্তমানে ভবনটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে যে কোন সময় প্রাণহানী ঘটতে পারে। এ বিষয়ে ভবন মালিক আব্দুল হকের বাসায় গেলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বাড়িটি অপসারণে আমরা এর মালিকের সাথে কথা বলবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT