3:49 pm , November 30, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পৌর জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মোহাম্মদ মোর্শেদ আলম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু সালেহ, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব। সমাবেশে সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা মো. সাইফুল ইসলাম সাইফীসহ মুলাদী পৌর জামায়াতের রুকন, সদস্য, কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।