বরিশালে বাজারে শীতের সবজির দাম চড়া  বরিশালে বাজারে শীতের সবজির দাম চড়া  - ajkerparibartan.com
বরিশালে বাজারে শীতের সবজির দাম চড়া 

4:01 pm , November 29, 2024

মো: জিয়াউদ্দিন বাবু ॥ বরিশালের কাঁচা বাজারে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে নতুন আলু পর্যাপ্ত থাকলেও প্রতি কেজি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম কিছুটা কম থাকলেও বর্তমানে বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
শুক্রবার সকালে নগরীর বাংলাবাজার, সাগরদী, রুপাতলী বাজার, পোর্ট রোড বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দামের এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১৮০ থেকে ২শ টাকা, করলা ৮০ টাকা, ঢেড়স  ৬০-৭০ টাকা, বরবটি ৮০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, কচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, গাজর ১০০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, শিম ৮০ টাকা, শালগম ৭০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। নতুন আলু ১১০ আর পুরান আলু ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম তেমনটা বাড়েনি। কিছুটা কমেছে। কিন্তু শীতকালীন সব সবজি বাজারে এলেও সবজির দাম তুলনামূলক বেশি। মৌসুমে যদি এতো দামে আমাদের কিনতে হয় তাহলে অফ সিজনে তো আরো দাম বাড়বে।
বাজারে লাল শাকের আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা, মূলাশাক ১০ টাকা, কলমিশাক ১৫ টাকা ও পালং শাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
নগরের রূপাতলী বাজারে সবজি কিনতে আসা মনির হোসেন বলেন, সবজির দাম কমার কোনো লক্ষণ দেখছি না। আগে শীতকালে মূলার হালি ১৫ থেকে ২০ টাকায় কিনতাম। এখন কেজি কিনতে হয় ৪০ টাকা। আর লাউ তো ৪০-৫০ টাকার নিচে পাওয়া যায় না। অথচ শীতকালে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি দাম কম থাকার কথা ছিল।
একই বাজারের সবজি বিক্রেতা জিহাদ হোসেন বলেন, বাজারে সব ধরনের সবজি আছে। শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে। এতে করে সবজির  দাম কমার কথা কিন্তু কমেনি।
পোর্ট রোড বাজারের সবজি বিক্রেতা লিটন হাওলাদার বলেন, আজকে পুরান আলু আর নতুন আলুর দামে তেমন ফারাক নেই। নতুন আলু ১১০ টাকা। আর পুরান আলু ৭৫ থেকে ৮০ টাকা। তবে সবজির দাম দিন দিন কমবে। বাজারে শীতকালীন সবজি আসা শুরু করেছে। আগামীতে দাম আরো কমবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT